• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১
নিহত মৃত্যু মাদক
প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় এক মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

মঙ্গলবার ভোরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আওরঙ্গজেব জিবু (৪৮)। তিনি উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক আরটিভি অনলাইনকে জানান, নিহত আওরঙ্গজেবের বিরুদ্ধে প্রায় ১০টি মাদকের মামলা আছে। তার দেয়া তথ্য অনুযায়ী ভোর চারটার দিকে তাকে সঙ্গে নিয়ে মান্দার ভারশোঁ ব্রিজ এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। দুইপক্ষের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান জিবু।

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যদের প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh