• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৭
হত্যা যাবজ্জীবন মামলা
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এরশাদ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকার মো. লালন শেখের ছেলে মো. আবতাব শেখ ও একই এলাকার আইয়ুব আলী বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক বিশ্বাস।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৬ জুলাই রাতে তাস খেলাকে কেন্দ্র করে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায় নুরু মোল্লার ছেলে এরশাদ মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর দিন ২৭ জুলাই ১৪ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে নিহতের বড় ভাই সিরাজুল মোল্লা।

আদালত ওই মামলার চার্জশিট ও সাক্ষ্যপ্রমাণ শেষে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh