• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ক্রেনের বাকেট ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৩
শ্রমিক নিহত বাকেট
ফাইল ছবি

পায়রা তৃতীয় সমুদ্র বন্দরের ভবন নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেনের বাকেট (মিকচার মেশিনের ডাব্বা) ছিড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্দরের অভ্যন্তরে নির্মায়মাণ পাঁচতলা ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম পলাশ হাওলাদার। তিনি বরগুনা জেলার তুলশিবাড়ি এলাকার হানিফ হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার এসআই আসলাম আরটিভি অনলাইনকে জানান, পলাশ পায়রা সমুদ্র বন্দর প্রকল্প এলাকায় নুরজাহান কনস্ট্রাকশনন্সের দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্দরের অভ্যন্তরে পাঁচতলা ভবনের কাজ করার সময় ক্রেনের বাকেট ছিড়ে পড়ে গেলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
ময়মনসিংহে ছুরিকাঘাতে শ্রমিক খুন
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
X
Fresh