• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গণপরিষদের সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম আর নেই

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০
গণপরিষদ রাজবাড়ী মৃত্যু
মরহুম অ্যাডভোকেট আলহাজ এবিএম নূরুল ইসলাম

সাবেক জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য অ্যাডভোকেট আলহাজ এবিএম নূরুল ইসলাম মারা গেছেন।

গতকাল রোববার রাতে রাজধানী ঢাকার কলাবাগানস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে নিয়ে আসা হয়। বাদ আসর সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের পরিবার বলেন, ৩০ জানুয়ারি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাকে পপুলার হসপিটালে ভর্তি করা হয়। সাত ফেব্রুয়ারি তাকে কলাবাগানস্থ বাড়িতে নিয়ে আসা হয়। নয় ফেব্রুয়ারি রাতে তিনি আবারও গুরুতর অসুস্থ হলে পপুলার হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। রোববার রাত একটা ৩২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, তিনি ১৯৯৬, ২০০১ ও ২০১৮ সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

এবিএম নূরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh