logo
  • ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬৫২৩ জন, এরপর স্পেনে মৃত্যু ১৩৩৪১ জন, যুক্তরাষ্ট্রে ১০৮৭১ জন, ফ্রান্সে ৮৯১১ জন, যুক্তরাজ্যে ৫৩৭৩ জন, ইরানে ৩৭৩৯ জন, চীনে ৩৩৩১ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৪ জন, মোট আক্রান্ত ৪৪২১ মোট মৃত্যু ১১৪: স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভাসমান ট্রলার থেকে তরুণীর ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, পরে উদ্ধার

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭ | আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫
গণধর্ষণ × আটক ৫
ভোলার চরফ্যাশনের বুড়াগৌরাঙ্গ নদীতে ট্রলারে আটকে তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক যুবকেরা। ছবি: আরটিভি অনলাইন

ভোলার চরফ্যাশনের সাগরকোলের কুকরী-মুকরীর নারিকেল বাগান ও বুড়াগৌরাঙ্গ নদীতে ট্রলারে আটকে রেখে এক তরুণীকে রাতভর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ ধর্ষককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

আজ রোববার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।

তারা হলেন, ইউছুফ হাসান সরদার (২০), সোহেল রানা দিদার (২০), ওয়াসেল আহম্মদ সিকদার (২০), রিপন ফকির (২০) ও মোরশেদ হাওলাদার (৩৫)। তাদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নে বলে জানা গেছে।

দক্ষিণ আইচা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকার সোহেল রানা দিদারের সঙ্গে মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই তরুণীর। এরপর তারা দু’জনে প্রেমে জড়িয়ে পড়ে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে ভুক্তভোগী ওই তরুণীকে স্প্রিডবোটযোগে কুকরী-মুকরীর নারিকেল বাগানে নিয়ে সোহেল ও তার ৩ সহযোগী রাত ১০টা পর্যন্ত গণধর্ষণ করেন। এরপর তাদের সঙ্গে আরও ২ জন যুবক যুক্ত হয়ে বুড়াগৌরাঙ্গ নদীতে একটি ট্রলারে ভোর ৪টা পর্যন্ত ফের গণধর্ষণ করেন।

তিনি আরও জানান, এ সময় ওই নারীর চিৎকারে ভাসমান ট্রলার থেকে টহলরত কোস্টগার্ডের টিম তাকে উদ্ধার করেন।  আর এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ধর্ষণের শিকার ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এজে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৪ ৩৩ ১৭
বিশ্ব ১৩৬৩৩৬৫ ২৯২৪২৫ ৭৬৪২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়