• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রমেকে ভর্তি চীন ফেরত শিক্ষার্থী, মেডিকেল বোর্ড গঠন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৯
রমেকে ভর্তি চীন ফেরত শিক্ষার্থী, মেডিকেল বোর্ড গঠন
ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থী তাশদীদ হোসেনের (২৫) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ রোববার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকার।

তিনি জানান, ওই শিক্ষার্থীর চিকিৎসায় তার নেতৃত্বে ১২ সদস্যদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই শিক্ষার্থী। ভর্তির পরপরই তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়।

চীন থেকে গত ২৯ জানুয়ারি দেশে আসেন তাশদীদ হোসেন শিক্ষার্থী। বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি নীলফামারীর ডোমারের বাড়িতে যান। হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে হাসপাতালে আনা হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা এখনো নিশ্চিত নয়। রক্ত, কফসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh