• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীন ফেরত যুবক অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে ভর্তি

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১
চীন ফেরত যুবক অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে ভর্তি
রংপুর

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত তাজবিদ হোসেন নামে এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায় বলে জানা গেছে।

শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ২৫ বছর বয়সী ওই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।

জানা যায়, গত ২৯ জানুয়ারি রাতে ওই যুবক চীন থেকে বাংলাদেশ আসেন। এরপর তার হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

রংপুর মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন বলেন, ‘তার গায়ে জ্বর নেই। তবে করোনাভাইরাসের সিম্পটম দেখা যাচ্ছে। তার গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

এ সময় তিনি আরও জানান, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নন তারা। তাদের এখানে করোনাভাইরাস সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় উপকরণ নেই। তাই তারা বিষয়টি আইডিসিআরকে জানিয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh