• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে পাচারকালে ৩০ স্বর্ণের বারসহ আটক দুই

বেনাপোল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৭
ভারতে পাচারকালে ৩০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
ভারতে স্বর্ণ পাচারকালে দুই পাচারকারীকে আটক করেন বিজিবি

ভারতে পাচারের সময় যশোরে ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ শনিবার দুপুরে বেনাপোল বাজার থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- ইকবাল হোসেন (৩৪) ও ওমর ফারুক রনি (৩২)। তাদের দু’জনের বাড়ি যশোরের বড় আঁচড়া গ্রামে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ইকবাল হোসেন ও ওমর ফারুক নামে দুই যুবকের দেহ তল্লাশি করে ৩০টি স্বর্ণের (সাড়ে তিন কেজি) বারসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
X
Fresh