• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৫
পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে আবারো জেঁকে বসেছে শীত। গেল কয়েক দিন থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত তিন দিন ধরে এ জেলায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার পাঁচটি উপজেলার সাধারণ মানুষ কনকনে মাঘের শীতে মানবেতর জীবন যাপন করছে। সব চেয়ে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।

এছাড়া দিন দিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে
পঞ্চগড়ে ফের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দিনাজপুর, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ 
সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে
X
Fresh