• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯
গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের
সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-ছেলের মরদেহ, ছবি: আরটিভি অনলাইন

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মুচির টেকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের বাসিন্দা ও সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম (৪৭) ও তার ছেলে মাহি মিয়া (১০)।

জানা যায়, আজ সন্ধ্যায় মোমিনুল ইসলাম তার ছেলেকে সঙ্গে নিয়ে উপজেলার মনোহর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পলাশবাড়ী শহরে আসছিলেন। এ সময় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মুচির টেকানি এলাকায় পৌঁছালে গাইবান্ধাগামী একটি চলন্ত ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোমিনুল ইসলাম মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত মাহি মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
X
Fresh