• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুরে বাড়িতে জুয়ার আসর: ১৪ জুয়াড়ির কারাদণ্ড

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৬
দিনাজপুরে বাড়িতে জুয়ার আসর: ১৪ জুয়াড়ির কারাদণ্ড
দিনাজপুরে ১৪ জুয়াড়িকে আটক করেন পুলিশ। পরে তাদের পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আরটিভি অনলাইন

দিনাজপুরের বিরামপুরে ১৪ জুয়াড়িকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার কসবা সাগরপুর গ্রামের একটি বাড়ির জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন, সুজন ইসলাম (২০), শামিম হোসেন (২৫), জুয়েল রানা (৩০), দুলাল হোসেন (৩৮), রবিউল ইসলাম (২৫), নুরুল ইসলাম (৪৮), আবুল কালাম (৪০), আমিনুল ইসলাম (২৮), আনোয়ার হোসেন (৩০), মিরাজুল মন্ডল (৪৫), আবুল কালাম (৫০), রেজাউল হোসেন (২০), মাহবুর আলম (৪৮) ও মেছের আলী (৪৫)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘উপজেলার কসবা সাগরপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে জুয়ার আসর বসে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ১৪ জুয়াড়িকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh