• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তুরাগের তীর থেকে উচ্ছেদ করা হয়েছে অর্ধশতাধিক স্থাপনা

টঙ্গী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৭
টঙ্গীর তুরাগ তীর থেকে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিটিএ।

অভিযানের দ্বিতীয় দিন আজ বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী বাজার এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। এ পর্যন্ত টঙ্গী বাজারে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দিনব্যাপী তুরাগ নদীর টঙ্গী ব্রিজ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিটিএর উপ-পরিচালক আরিফ উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, যেসব স্থাপনার উচ্ছেদ করা হচ্ছে সেগুলো আগেও উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের পর সেগুলো পুনরায় দখলে নিয়ে যায় একশ্রেণির দখলদাররা।

তিনি আরও বলেন, টঙ্গী বাজার এলাকা থেকে শিল্পনগরীর দিকে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সবগুলোই উচ্ছেদ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
X
Fresh