• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০
হত্যা মামলা কিশোরগঞ্জ
ফাইল ছবি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের মারুফা আক্তারকে হত্যার দায়ে প্রতিবেশী বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

এছাড়া সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলায় অভিযুক্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির বোন হিমা আক্তার ও ভাই রতন মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায় , ২০১৩ সালের মাটির চুলার ওপর ভেজা লাকড়ি শুকানোকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে মারুফা আক্তার ও তার পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামিরা ওই রাতেই তাকে হত্যা করে। পরের দিন সকালে বাড়ির পাশের জমিতে মারুফা আক্তারের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে তাড়াইল থানায় মারুফার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh