• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাঠিসোঁটা নিয়ে মারামারিতে মহিলা দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪
লাঠিসোঁটা নিয়ে মারামারিতে মহিলা দল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নগর মহিলা দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি এসএস খালেদ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এসএস খালেদ রোডের সমাদর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নিয়েছিল মহিলা দলের একদল নেতাকর্মী। এসময় অন্য একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা জানান, মহিলা দলের কর্মীরা সমাদর কমিউনিটি সেন্টারের নিচে অপেক্ষা করার সময় নগর মহিলা দলের বহিষ্কৃত সভানেত্রী মনোয়ারা বেগম মনি ও সহ সাংগঠনিক সম্পাদক তাসলিমা সদলবলে এ হামলা চালায়।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে ১৫ নম্বর বাগমনিরাম ও ২১ নম্বর জামালখান ওয়ার্ড কমিটি গঠনের জন্য মতবিনিময় করে আসছিলেন। কাজীর দেউড়ি বাজারের পাশে একটি ভবনের নিচে কমিটির পরিচিতি সভা করার কথা ছিল বিকেলে। এ উপলক্ষে কর্মীদের সমাদর কমিউনিটি সেন্টারের নিচে থাকতে বলা হয়েছিল।

তবে অভিযোগ অস্বীকার করে মনি বলেন, সকাল থেকে লালখান বাজার এলাকার মাদক ও সন্ত্রাস বিরোধী দুটি সভায় ব্যস্ত থাকায় তিনি এলাকা থেকেই বের হননি। একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, তারা ১৫ নম্বর ওয়ার্ডের কমিটি করতে গেলে মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে বহিরাগতদের ঝামেলা হয়েছে বলে শুনেছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, মারামারি ঘটনার কথা শুনেছি। অভিযোগে পেলে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশি বাধায় মহিলা দলের নারী দিবসের র‍্যালি পণ্ড
X
Fresh