• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২
পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন
ফাইল ছবি।

বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে পাঁচ বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার বেলা ১২টায় গহমাবোনা এলাকাবাসী ও দামকুড়া মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে পবা হরিপুর গহমাবোনা মহাসড়কের ওপর এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, গত ৩১ জানুয়ারি বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে রাজন হোসেন, মো. সোহেল, কাবিল, মো. শাহীন ও শফিকুলকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের প্রত্যেকের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে।

পরে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফ পতাকা বৈঠকে বসে। এ সময় বিএসএফ বিজিবিকে জানায়, অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি পাঁচ জেলেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তবে বিজিবি’র পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বলা হয়েছিল, বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বিএসএফ পাঁচজনকে পদ্মা নদী থেকে ধরে নিয়ে গেছে। পরে এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছিল।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh