• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে ২০ চীনা নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০
চীন করোনা পটুয়াখালী
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা তাপ-বিদ্যুৎ কেন্দ্রের ২০ চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্প্রতি এরা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এদের আলাদা সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

মোট ১৪ দিন এদের এভাবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর সবাই কাজে যোগদান করবেন।

করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বর্তমানে তারা সবাই সুস্থ্য ও স্বাভাবিক রয়েছেন। কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারসহ বিদ্যুৎকেন্দ্রের বিশেষ মেডিকেল টিম এদের পরীক্ষা করছেন।

এ ব্যাপারে কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার আরটিভি অনলাইনকে জানান, সতর্কতামূলক পদক্ষেপ নেয়া ২০ চীনা নাগরিকের মধ্যে ১৭ জন গেল ৩০ জানুয়ারি, দুইজন গেল ২৩ জানুয়ারি ও একজন গেল ২৬ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন। এসব চীনা নাগরিকদের মধ্যে করোনাভাইরাসের কোনও ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়নি। তারা সবাই সুস্থ রয়েছেন এবং শঙ্কার কিছুই নেই।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই 
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh