• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ওসির সঙ্গে পরোয়ানাভুক্ত আসামির ফটোসেশন!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫
ওসির সঙ্গে পরোয়ানাভুক্ত আসামির ফটোসেশন!
নবীনগর থানার ওসি রণোজিত রায়ের সঙ্গে ওয়ারেন্টের আসামি নাছির উদ্দিনের (গোল চিহ্নিত) ।

গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে নিয়ে ফটোসেশন করলেন নবীনগর থানার ওসি। ছবিটি ফেসবুকে আসার পর এনিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারি পরোয়ানার আসামি নাছির উদ্দিনকে খুঁজে পাচ্ছেন না। তাকে পলাতক বলছেন তারা। তবে অভিযোগ মিলেছে নাছির উদ্দিন নিয়মিত নবীনগর থানার বিভিন্ন কর্মকর্তার সাথে নিবিড় সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগও দিচ্ছেন।

নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিন একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি। নবীনগর থানার জিআর নম্বর -৩০১/১৭। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও প্রকাশ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন।

গত ৩১ জানুয়ারি নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার নবীনগর মহিলা ডিগ্রী কলেজে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট প্রদান অনুষ্ঠিত হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণোজিত রায় দায়িত্ব পালনের সময় উপজেলা আওয়ামী লীগের ওই নেতা সেখানে অবস্থান করেন। ভোট কেন্দ্রে দীর্ঘ সময় কাটান এবং ফটোসেশনও করেন।

পুলিশের তালিকায় পলাতক হলেও তিনি সরব নবীনগর উপজেলা জুড়ে। আবার পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে ছবিও উঠাচ্ছেন। সর্বশেষ গত ৩১ জানুয়ারি শুক্রবার নবীনগর শিক্ষক সমিতির নির্বাচনে তিনি নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায়ের সাথে ফটোসেশনও করেন।

নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রণোজিত রায়ের সাথে যোগাযোগ করলে তিনি পরে ফোন করবেন বলে লাইন কেটে দেন।

জেলা পুলিশের নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, বিষয়টি জানা ছিল না। তিনি খতিয়ে দেখবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার
সেনবাগে কলেজছাত্র শাওন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
পুলিশের ঘুষিতে আসামি নিহত
X
Fresh