• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ফার্মেসিতে অভিযান, বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ জানুয়ারি ২০২০, ২৩:০৪
চট্টগ্রামে ফার্মেসিতে অভিযান, বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইন্ডিয়ান ভায়াগ্রা, টিটেনাস ভ্যাক্সিনসহ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার চাম্বল নতুন বাজারে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান বলেন, বাঁশখালীর কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের ওষুধ, ইন্ডিয়ান ভায়াগ্রা, টিটেনাস ভ্যাক্সিনসহ নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সরকারি ও মিসব্যান্ডের ওষুধ বিক্রির দায়ে মেসার্স শাহ মজিদিয়া ফার্মেসিকে ৫০ হাজার, মেসার্স কুতুব মেডিসিন সাপ্লাইকে ২৫ হাজার এবং মেসার্স এলাহি মেডিসিনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসব ফার্মেসি থেকে প্রায় ১০ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh