• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন কফি আনান

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪৭

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন কফি আনান কমিশনের তিন সদস্য। এসময় ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা।

কমিশনের সদস্যরা হলেন মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান উইন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ পরামর্শক ঘাশান সালামে এবং রিলিজিয়াস ফর পিস ইন মিয়ানমারের প্রতিষ্ঠাতা আই লিন।

সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা ক্যাম্পে যান তারা। পরে তারা টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা সৈকত বিশ্বাস জানান, দু’দিনের কক্সবাজার সফরে কমিশনের সদস্যরা নতুন রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh