• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ১০:৩৮
পেঁচা বাচ্চা মৌলভীবাজার
উদ্ধারকৃত তিন লক্ষ্মী পেঁচার বাচ্চা

মৌলভীবাজারের কমলগঞ্জের ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার করেছে শ্রীমঙ্গল বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

গতকাল সোমবার সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভবনের ছাদ থেকে এই লক্ষ্মী পেঁচাগুলো উদ্ধার করা হয়। বর্তমানে প্রাণীগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব আরটিভি অনলাইনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের ছাদ পরিষ্কার-পরিছন্ন করতে গেলে তিনটি লক্ষ্মী পেঁচার বাচ্চা দেখতে পায় কর্মীরা। পরে খবর দেয়া হলে আমরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আসি।

তিনি আরও বলেন, ‘বাচ্চাগুলোর বয়স প্রায় এক মাস হবে। কাক কিংবা অন্য কোনও প্রাণী এই বাচ্চাদের আঘাত করেছে বলে ধারণা করছি। তারা পুরোপুরিভাবে এখনও উড়তে পারে না। আমরা এগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণে রেখেছি। উড়া শিখলে ও সুস্থ মনে হলে তাদের অবমুক্ত করে দিব।’

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি কারাগারে
নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ৩০ জেলের জরিমানা
অসহায়-এতিম বাচ্চাদের জন্য জয়ার অনুরোধ
X
Fresh