• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মেঘনা নদী থেকে জাটকাসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

হাতিয়ায় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ জানুয়ারি ২০২০, ১৩:৪১
জাল জব্দ জাটকা
নোয়াখালীতে জব্দকৃত জাল

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন লাখ মিটার কারেন্ট জাল ও একশত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

গতকাল রোববার রাতে হাতিয়ার মৌলভীর চরের সন্নিকটে মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।

জব্দকৃত জাল রাতেই কোস্টগার্ড দক্ষিণ জোন তমরদ্দি স্টেশনে এনে পুড়িয়ে ফেলা হয়।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, ২১-২৮ জানুয়ারি পর্যন্ত নদীতে অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য অফিস কম্বিং অপারেশনের আয়োজন করে। এর অংশ হিসেবে গতকাল বিকেলে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল আটক করা হয়। এ সময় মৌলভীর চরের কাছ থেকে দুটি মাছধরা ট্রলার থেকে তিন লাখ মিটার কারেন্ট জাল ও একশত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে গতকাল রোববার রাতে আনুষ্ঠানিকভাবে এসব জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। একশত কেজি জাটকা ইলিশ দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোতালেব হোসেন, মৎস্য জরিপ কর্মকর্তা মো. আবুল কাশেম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ পিকআপ জব্দ
মেঘনা থেকে ৭০ মণ জাটকা জব্দ 
মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ 
X
Fresh