• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ, আটক ১

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০২০, ২১:১৪
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ, আটক ১
বরিশাল

পিরোজপুরে জেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ উঠেছে। কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে অবৈধ কারেন্টজাল উচ্ছেদে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের এক সদস্যসহ তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব আশ্রায়ণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, হামলায় জড়িত ও জাটকা ইলিশ ধরার অভিযোগে নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের মৃত মো. আকসান হাওলাদারের ছেলে মো. রিয়াজ (৪০) নামে এক জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফণীভূষণ পাল জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশনে সকালে সন্ধ্যা নদীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, নৌ-পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নদীতে অভিযান পরিচালনার করি।

এ সময় প্রায় ৪ হাজার মিটার কারেন্টজাল জব্দ করি এবং নদীর পারে এক জেলের কাছ থেকে জাল উদ্ধার করতে গেলে আশ-পাশের জেলেরা আমাদের ট্রলারে ইট নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়। পরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে রিয়াজ নামে এক জেলেকে আটক করেন। তাকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফাহতে হামলার ব্যাপারে নেতানিয়াহুকে হুঁশিয়ার করলেন বাইডেন 
আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা
বাড়তি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
X
Fresh