• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ১

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০২০, ১৮:০১
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ১
চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মিন্টু মোল্লা, ছবি: আরটিভি অনলাইন

নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে মিন্টু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার চরবালিদিয়া গ্রামে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

জানা গেছে, সম্প্রতি উপজেলার চরশামুকখোলা গ্রামের সাকিবুল ইসলামের সেনাবাহিনীতে সিপাহি পদে চাকরি হয়েছে। তবে, এই চাকরির ব্যবস্থা মিন্টু মোল্লা করে দিয়েছেন বলে টাকা দাবি করেন। পরে এ ঘটনায় সাকিবুলের মা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানায় চার জনের নাম উল্লেখ করে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- মিন্টু মোল্লা, তার ভাই জুলহাস মোল্লা, তাদের ভগ্নিপতি মো. মামুন ও চরবালিদিয়া গ্রামের মশিয়ার মোল্লা।

মামলায় তিনি অভিযোগ করেন, আসামিরা চাকরি হওয়ার আগে তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরি হওয়ার পর তারা আরও সাত লাখ টাকা দিতে হবে বলে জানায়। সাত লাখ টাকার জন্য ব্যাংকের একটি ফাঁকা চেক ও ১০০ টাকা মূল্যমানের তিনটি ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। পরে জানা যায় চাকরি যোগ্যতাই হয়েছে। আসামিরা প্রতারণা করেছে। চাকরি হওয়ার পর থেকে অভিযুক্তরা আরও সাত লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে চাকরি থাকবে না এমন হুমকি দিচ্ছে। এ ছাড়া তারা নানা ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, মিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই টিআইবিতে চাকরি
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ
একাধিক পদে ফার্মাসিউটিক্যালসে চাকরি, পাবেন প্রফিট বোনাসও
স্নাতক পাসেই চাকরি, বেতন ৫৫ হাজার
X
Fresh