• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিএনপি চায় না : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৩৫
বিএনপি চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক: আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ফাইল ছবি)

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি চায় না দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপির মহাসচিব যেসব কথা বলেছেন সেটা মনগড়া। ওনাদের অভ্যাস এটা বলা। ওনারা চান না যে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হোক।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা ভোট চুরির যে রাজত্ব শুরু করেছিলেন সেটা থেকে বেরিয়ে আসতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে। বাংলাদেশের জনগণ যাতে সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, যাকে খুশি ভোট দিতে পারেন এবং আধুনিক প্রযুক্তিতে যেন আমাদের নির্বাচন হয়, সেজন্যই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন বিশ্বের বিভিন্ন দেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূইয়া ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাওয়া প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী
ইভিএমে আঙুলের ছাপ মিলছে না, ভোট দিতে পারছেন না বয়স্করা
ইভিএমে ভোগান্তির অভিযোগ মেয়র প্রার্থীর
X
Fresh