logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’র পর প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৪ জানুয়ারি ২০২০, ১৩:১২ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:৩৫
ইয়াবা বন্দুক টেকনাফ
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক পাচারকারী নিহত হয়েছেন।

 আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিব’র ল্যান্স নায়েক নুরুল আমিন (২৭) ও শাহিনুর ইসলাম (২৫) আহত হয়েছেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও একটি তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া মসজিদের পূর্ব পাশে কেওড়া বাগান সংলগ্ন নাফ নদীর কিনারায় দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত টহলে যায়। কেওড়া বাগানের নাফ নদীর পাড় দিয়ে কয়েকজন লোককে  বস্তা মাথায় করে হেঁটে যেতে দেখে টহল দলের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে।

এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ছয় থেকে সাত মিনিট  গোলাগুলি চলে। একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। গোলাগুলি থামার পরে টহলদল ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক পাচারকারীকে উদ্ধার করে। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র আরটিভি অনলাইনকে বলেন, বিজিবি রাতে তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এরমধ্যে দুইজন বিজিবি  সদস্য। অপর একজন সাধারণ মানুষ।  তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে বিজিবির  দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া  হয়েছে।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬১৮৪৭২১ ২৭৫৪৬০৯ ৩৭১৩৮৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়