• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০২০, ১২:১২
বাস মৃত্যু হবিগঞ্জ
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার তৎপরতা চলছে

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, সদর উপজেলার মড়ুরা গ্রামের বাসের হেলপার আবু সাঈদ (৩০) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম (৩৫)।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস কামাইছাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মালান!
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
X
Fresh