• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে গাঁজা বিক্রির দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০২০, ২২:৫২
গাঁজা  স্বামী-স্ত্রীর কারাদণ্ড
ছবি: প্রতীকী

মানিকগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে এক দম্পতিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আবু দারদা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর এলাকার মো. আলেকজান্ডার (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩০)।

মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা মজুদ করে বিক্রি করে আসছিলেন আলেকজান্ডার ও তার স্ত্রী আকলিমা। এর প্রেক্ষিতে আজ বিকেলে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দম্পতিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত স্বামী আলেকজান্ডারকে দুই বছর এবং তার স্ত্রী আকলিমাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের অভ্যন্তরে গাঁজার বাগান!
আখাউড়ায় ৩৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ
৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার
X
Fresh