• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৫০
আটক ডাকাত মানিকগঞ্জ
আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক করেন পুলিশ

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটকডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ।

গেল ১৮ থেকে ২২ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ছয়জনের মধ্যে পাঁচজনই বৃহস্পতিবার মানিকগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে সিংগাইরে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, মাদারীপুর জেলার নতুনচর এলাকার আব্দুল আজিজের ছেলে খবির উদ্দিন (৪৫), পশ্চিম পুযালী গ্রামের রব মজাদ্দারের ছেলে সোহেল জমাদ্দার (৩৫), যশোর জেলার মণ্ডলগাতি গ্রামের আতিয়ার শেখের ছেলে জাকির শেখ (২২), ঝিনাইদহ জেলার আকসেন্টার পাড়া এলাকার সুরুজ সরদারের ছেলে সেলিম সরদার (৩২) ও বরেঙ্গা গ্রামের বেলায়েত সরদারের দুই ছেলে মোসলেম সরদার (৫৫) ও নূরু ইসলাম (৪২) ।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান আরটিভি অনলাইনকে জানান, আসামিদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ও দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের মধ্যে আজ বৃহস্পতিবার পাঁচজনকে আদালতে পাঠানো হয়। এদের প্রত্যেকেই দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং সহযোগী আসামিদের নাম প্রকাশ করে। এরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।

জেবি/এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস, ভাই-বোন আটক
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
X
Fresh