• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আদমশুমারিতে রোহিঙ্গারা যেন তালিকাভুক্ত না হয়: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০২০, ১৭:৫১
রোহিঙ্গা মন্ত্রী আদমশুমারি
ছবি: সংগৃহীত

কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আদমশুমারি ও গৃহগণনা করতে গিয়েও ভুল হয়। কিন্তু এবার খুব ভালোভাবে আদমশুমারি ও গৃহ গণনা করতে চাই। এক্ষেত্রে রোহিঙ্গারা যেন তালিকাভুক্ত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা হবে। বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আদমশুমারি ও গৃহ গণনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা আমাদের বিপদগ্রস্ত অতিথি। তাদের প্রতি মানবিক আচরণ করা হবে। আইন মেনেই যতোটুকু সম্ভব মানবিক আচরণ করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সম্পর্কে উচ্চমহলে চিন্তাভাবনা আছে। কিভাবে রোহিঙ্গাদের সম্মান রক্ষা হয়। আবার দেশেরও আইন প্রতিপালন হয় সেদিকে খেয়াল রাখব। এবারের শুমারিতে শিক্ষিত গণনাকারী এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যার ফলে পুরোপুরি নির্ভুল না হলেও একটা সুবর্ণ পরিসংখ্যান দেওয়া যাবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো : পররাষ্ট্রমন্ত্রী
ট্রেনের ভাড়া বৃদ্ধির গুজব ছড়াচ্ছে বিএনপি : রেলমন্ত্রী
X
Fresh