• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে হাউজিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০২০, ১৬:৫৭
স্থাপনা অবৈধ টাঙ্গাইল
টাঙ্গাইলে হাউজিং এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ চলছে

টাঙ্গাইল পৌরসভার লৌহজং এলাকার নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় হাউজিং এলাকা ও এর আশেপাশের নদীর দুই পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বেশকিছু বাড়ি-ঘর ও দোকান ভেঙে দেয়।

হাউজিং সোসাইটির সভাপতি শাহীন আকন্দ আরটিভি অনলাইনকে বলেন, যারা এখানে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছেন তাদেরকে এখান থেকে দ্রুত উচ্ছেদ করা হোক।

টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকুনুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, লৌহজং নদী উদ্ধারের অংশ হিসেবেই আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে।এখানে হাউজিং, গণপূর্ত ও পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে কাজ করছে। অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে কিছু জমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : স্টোর কিপারের ৩ বছরের কারাদণ্ড
হাতিয়ায় খালের ওপর নির্মিত ভবন ভেঙ্গে দিলো মেয়র
কুয়াকাটায় অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
X
Fresh