• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ২১:১৮
ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
এসআই সামিউল ইসলাম। ছবি: সংগৃহীত

ডাকাতি মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে তাকে শাহজাদপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, সামিউল প্রত্যাহার করা হলেও তার বিরুদ্ধে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী বিষয়টি তদন্ত করছেন।

এর আগে শাহজাদপুরের গরু ব্যবসায়ী আজাদ আলী অভিযোগ করেন, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শাহজাদপুরের করতোয়া সেতুর পূর্বপাড় থেকে তাকেসহ আরও দু’জনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ৯৩ হাজার টাকা ঘুষ নেওয়ার বিনিময়ে তাকে ছেড়ে দেন এসআই সামিউল ইসলাম। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ নিয়ে সংবাদ প্রকাশ করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
পুলিশের ঘুষিতে আসামি নিহত
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
X
Fresh