• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে ৩টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১৯:০৬
নারায়ণগঞ্জে ৩টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন

নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলা তিনটি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইটভাটাগুলো হলো- উপজেলার দাসেরগাঁওয়ের মা-বা ব্রিক ফিল্ড ও ভাই ভাই ব্রিক ফিল্ড এবং লক্ষণখোলা এলাকার হোম ব্রিকস।

আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক সাঈদ আনোয়ারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যার উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত মা-বা ব্রিক ফিল্ডকে গত বছরের ৪ ডিসেম্বর তিন লাখ টাকা জরিমানাসহ ভেঙ্গে দেয়া হয়েছিল। তারপরেও নির্দেশ ভঙ্গ করে পুনরায় অবৈধভাবে পরিচালনার অপরাধে এই প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর লক্ষণখোলায় সিটি করপোরেশন এলাকায় অবৈধভাবে চলা ইটভাটা হোম ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এই দুই ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, অবৈধভাবে মাটি ব্যবহারের অভিযোগে উপজেলার দাসেরগাঁওয়ের ভাই ভাই ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাঁজার জন্য ঘরের টিন বিক্রি, মাকে মারধর
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
বাড়তি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরে জাটকা ধরার অভিযোগে ১০ জেলে আটক 
X
Fresh