• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১৫:৫৫
গ্রেপ্তার হত্যা চট্টগ্রাম
প্রতীকী ছবি

চট্টগ্রামের কোতোয়ালি থানার সিআরবিতে রেলওয়ের টেন্ডার নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি অজিত বিশ্বাসকে বোয়ালীখালী থেকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান।

রেলওয়ের টেন্ডার নিয়ে ২০১৩ সালের ২৪ জুন যুবলীগের সে সময়ের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনের অনুসারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়। ওই মামলায় অজিত বিশ্বাসকে প্রধান আসামি করে ৬৪ জনকে অভিযুক্ত করে ২০১৮ সালে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই।

এতে ৬৪ জনকে আসামি ও ১৭ জনকে সাক্ষী করা হয়। এই প্রতিবেদনে অজিত বিশ্বাসকে এক নম্বর এবং সাইফুল আলম লিমনকে দুই নম্বর আসামি করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
X
Fresh