• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১৪:১৬
স্বর্ণ হত্যা লুট
নিহত মাহমুদার বাড়িতে লোকজনের ভিড়

মানিকগঞ্জ শহরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে শহরের দক্ষিণ সেওতা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মাহমুদা বেগম (৪৫)। তিনি ওই এলাকার অলিয়ার রহমানের স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত গৃহবধূ পরিবার নিয়ে পাঁচতলা ভবনের দুই তলার ডুপ্লেক্স বাড়িতে থাকতেন। সকাল পৌনে দশটার দিকে কয়েকজন ব্যক্তি হঠাৎ বাড়ির ভেতর প্রবেশ করে। পরে নারীকে খাটের ওপর লেপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনা টের পেয়ে নিহতের মেয়ে টয়লেট থেকে বের হয়ে মাকে বাঁচাতে এগিয়ে আসার চেষ্টা করে। এ সময় মেয়েটিকে আটকে রেখে মুহূর্তের মধ্যেই স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ঘটনাস্থলে যান।

তবে, খুনের কারণ বা লুটপাটের বিষয়টি এখনও নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
X
Fresh