• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তকে বীমার চেক বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১৪:০০
আগুন চেক বিতরণ
ছবি: সংগৃহীত

ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড রাজবাড়ী শাখার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী মজিবুর রহমানকে বীমার দাবির সাত লাখ এক হাজার পাঁচশ আটানব্বই টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড রাজবাড়ী শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী সেখ।

ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হালিম তালুকদার, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ফরিদপুর শাখা কার্যালয়ে ম্যানেজার (এসভিপি) মো. আব্দুল আলিম শামীম, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড রাজবাড়ী শাখা কার্যালয়ে ম্যানেজার মো. মাসুদুর রহমান, মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আব্দুল করিম, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড রাজবাড়ী শাখার কার্যালয়ে সিনিয়র অফিসার মো. নুর-এ-আলম, উজ্জ্বল ব্যাপারী ও মো. আক্তার হোসেন।

উল্লেখ্য, গেল বছর রাজবাড়ী পৌর মার্কেটের মেসার্স তামিম ট্রেডিং কাপড়ের দোকানে বৈদ্যুতিক সট সার্কিটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনমজুর ও পথচারীদের মাঝে ছাতা বিতরণ
হাসপাতালে সৌদি বাদশাহ
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh