• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৮
মৃত্যু বিএসএফ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার দইখোওয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার পূর্ব আমঝোল গ্রামের মো. উসমান আলীর ছেলে সুরুজ মিয়া (১৭) ও একই গ্রামের শাহজাহান আলী ছেলে মো. সুরুজ মিয়া (৩২)।

জানা গেছে, বুধবার সকালে ৮-১০ জন চোরাকারবারী গরু আনার উদ্দেশে দইখোওয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় ১০০-ব্যাটালিয়ন পাগলীমারী ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় দুইজন গুরুতর আহত হন। পরে গুলিবিদ্ধ দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

লালমনিরহাট বর্ডারগার্ড বাংলাদেশ-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
X
Fresh