• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১২:৩২
ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে নয়টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে নয়টার পর কুয়াশা কমে গেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য অপেক্ষা করছে কয়েক শত যানবাহন।

তবে কর্তৃপক্ষ বলছে তারা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার পার করায় কিছু সময় পরই ঘাটে কোনও গাড়ির চাপ থাকবে না।

এর আগে বুধবার সকাল সাড়ে ছয় টার দিকে ঘন কুয়াশায় নদীপথ আচ্ছন্ন হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া দুটি ফেরি পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী শাখা ব্যবস্থাপক খোরশেদ আলম ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে নয়টার পর কুয়াশার তীব্রতা কমে আসলে ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমান এই নৌরুটে ১৮টির স্থলে মাত্র ১৪টি ফেরি স্বাভাবিকভাবে চলাচল করছে। ফলে ফেরি সংকটের কারণেও প্রতিদিন বিকেলে ও রাতে দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’
X
Fresh