• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দাফনের চার মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১১:৪৩
মরদেহ ময়নাতদন্ত কবর
নড়াইলে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে আসলামের মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর সুচাইল গ্রামে দাফনের সাড়ে চার মাস পর ময়নাতদন্তের জন্য আসলাম নামে এক যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আব্দুল্লাহ বিন শফিকের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাব্বির হোসেন জানান, গেল বছরের ছয় সেপ্টেম্বর গাজীপুর জেলার গাছা এলাকায় চাচাতো ভাইয়ের বাসায় খুন হন আসলাম। এ ঘটনার পর ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। এরপর নিহতের মা বাদী হয়ে ফরিদপুরের ভাঙ্গার দিঘলকান্দি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুহসিনা ইসলাম হাবিবাসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।

আদালতের অনুমতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

বর্তমানে ওই তরুণী কারাগারে রয়েছে। নিহতের মা সেলিনা বেগম তার সন্তানের হত্যাকারীদের বিচার দাবি করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার তিন বছর
নড়াইলে নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নড়াইলে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩
X
Fresh