• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে সাজা শেষে বাংলাদেশে ফিরলো তিন যুবতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ০৯:২৭
যুবতি ভারত বাংলাদেশ
ফাইল ছবি

ভারতে দুই বছর কারাভোগের পর তিন বাংলাদেশি যুবতিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

গেল সোমবার রাত আটটার দিকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম আরটিভি অনলাইনকে জানান, দুই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তিন বাংলাদেশি যুবতিকে ভারতে পাচার করে দালালরা। পরে সেদেশের পুলিশ মুম্বাই শহর থেকে তাদের আটক করে।পরে আদালত তাদেরকে দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

সাজার মেয়াদ শেষ হলে ভারতের মুম্বাই কেন্দ্রীয় কারাগার থেকে ‘নবজীবন’ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে আনা হয়।

ইমিগ্রেশন কার্যক্রম শেষে রাতেই তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলা শহরে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর এনজিও সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল মুহিত আরটিভি অনলাইনকে জানান, তাদেরকে থানা থেকে নিজ হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
X
Fresh