• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ১৬:০৮
ভাই মৃত্যু হাতুড়ি
ফাইল ছবি

রংপুরে পারিবারিক বিরোধ ও তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে নগরীর দেওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম মিয়া। তিনি দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল রোববার সন্ধ্যায় অসুস্থ বাবা ইয়াসিন আলীকে দেখতে ছোট ভাই জামিলের বাড়িতে যান দিনমজুর শামীম মিয়া। সেখানে জামিলের ছেলে আতিকুর রহমানের সঙ্গে খাবার নিয়ে তার ঝগড়া হয়। এতে শামীম ভাতিজাকে শাসন করলে ক্ষুব্ধ হন জামিল। এ সময় তিনি ও তার ছেলে মিলে হাতুড়ি দিয়ে শামীমকে বেধড়ক পেটাতে থাকেন। পরে হাসপাতালে নেওয়ার পথে শামীমের মৃত্যু হয়।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার আরটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামিলের স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলে আতিকুর রহমানকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর জামিল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh