• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ১৫:৪০
মরদেহ স্কুলছাত্র কর্মচারী
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার পৌরসভায় চার নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গাইন বাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত স্কুলছাত্রের নাম মারুফ হোসেন রিয়াদ (১৬)। সে গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে এবং আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় দোকানের কর্মচারী ফারুক হোসেন পলাতক রয়েছে।

রিয়াদের পরিবার জানায়, কয়েক দিন আগে তাদের নতুন বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। হয়তো তারাই রিয়াদকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। তারা আরও জানান, এ ঘটনার পর থেকে রিয়াদের চাচাতো ভাই শাকিল ও দোকানের আরেক কর্মচারী ফারুক পলাতক রয়েছে।

স্থানীয় কাউন্সিলর জাহেদুল আজহার আলম ব্যাপারী আরটিভি অনলাইনকে জানান, সকালে দোকানের মালিক ফরিদ দোকানের কর্মচারী ফারুককে ঘুম থেকে জাগাতে আসে। কিন্তু দীর্ঘক্ষণ ডেকেও দোকান বন্ধ পাওয়া যায়। পরে সন্দেহ হলে দোকানের সাটার ভেঙে রিয়াদের মরদেহ দেখতে পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি আরটিভি অনলাইনকে জানান, আমরা জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ফরিদ হোসেনকে আটক করেছি। এই হত্যার পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

চাঁদপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান ও হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহাবুবুল আলম রিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
X
Fresh