• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৪৯ দিন পর ইটভাটা থেকে শিকলবন্দি শ্রমিককে উদ্ধার

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ১৩:১০
ইটভাটা শ্রমিক সালাউদ্দিন
ইটভাটা থেকে উদ্ধার শিকলবন্দি শ্রমিক সালাউদ্দিন

নড়াইলের কালিয়ার একটি ইটভাটা থেকে সালাউদ্দিন গাজী (২৫) নামের এক ভাটা শ্রমিককে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ভাটা শ্রমিকের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। এ ঘটনায় কালিয়ার সিএম বি নামের ইটভাটা মালিক মনিরুল ইসলাম আটক করা হয়েছে।

আটক ইটভাটা মালিক স্থানীয় বড়নাল ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে কী কারণে ওই শ্রমিককে আটকে রেখেছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। কালিয়া থানা পুলিশ জানায়, ভাটায় কাজ না করায় শ্রমিক আটক আছে এমন সংবাদের ভিত্তিতে গতকার রোববার রাত আটটার দিকে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় সালাউদ্দিন নামের এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় বাজার থেকে ভাটার মালিককে আটক করে পুলিশ। এরপর তাকে পুলিশের গোয়েন্দা টিমের কাছে হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এস আই সৈয়দ জামারত হোসেন আরটিভি অনলাইনকে জানান, ভাটা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল কুয়েত
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
X
Fresh