• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩২
ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার
ময়লার স্তূপ থেকে নবজাতক শিশুকে উদ্ধার করে পুলিশ, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ওয়েল মিলস জি সি ফ্যাক্টরির পাশের একটি ময়লার স্তূপ থেকে নবজাতক এক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয়রা ময়লার স্তূপে নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুকে উদ্ধার করেন। এরপর ওই নবজাতক শিশুকে স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এদিকে, বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, এখন নবজাতক শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে নবজাতক শিশুটি ছোটমণি নিবাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালভার্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
কাদার মধ্যে পড়েছিল নবজাতক, কান্নার আওয়াজে উদ্ধার
ময়লার ড্রাম থেকে একদিনের জীবিত নবজাতক উদ্ধার
X
Fresh