• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরে আগুনে পুড়ে শিশু কন্যাসহ মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার (ফরিদপুর), আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০২০, ১৫:০০
ফরিদপুরে আগুনে পুড়ে শিশু কন্যাসহ মায়ের মৃত্যু
ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার চরমামুদপুরে আগুনে পুড়ে শিশু কন্যাসহ মায়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আলেয়া বেগম (৪০) ও তার শিশু কন্যা আমেনা খাতুন (৩)।

শনিবার রাতে উপজেলার চরমামুদপুরের আজাদ মোল্লার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে ওই বাড়িতে আগুন লাগে। এতে মুহুর্তের মধ্যে তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগের ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আজাদ শেখের স্ত্রী আলেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। আর তাদের শিশু কন্যা গুরুতর আহত হন। পরে আজ রোববার সকালে উন্নত চিকিৎসার ঢাকার আনার পথে সে মারা যান।

এদিকে, ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, একই দিনে জেলার চর-ভদ্রাসন উপজেলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে তার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তিনি তাৎক্ষণিকভাবে সেটি বলতে পারেননি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh