• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ৪০

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জানুয়ারি ২০২০, ১৪:৫৭
শিক্ষার্থী, বাস, আহত
কক্সবাজারের রামুতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যা্ওয়া সাব্বির পরিবহনের বাসটি

কক্সবাজারের রামু উপজেলায় বনভোজনের একটি বাস খাদে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪০ জন আহত হয়েছেন। শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু হাসপাতাল সংলগ্ন মেরুংলোয় লম্বা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত ছয়ত্রিশ জনের নাম জানা গেছে। তারা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. শাহাজানের ছেলে আবির (২১), একই এলাকার নাছির উদ্দিনের ছেলে আতিক (২২), আবু বশরের ছেলে মোছাদ্দেক (২২), সাতক্ষীরা জেলার নুরুল আমিনের ছেলে সোহান (২২), বরগুনার আমতলীর জালাল উদ্দিনের ছেলে জাহিদ ইসলাম(২৩), একই এলাকার মোতাহের হোসাইনের ছেলে জিয়াউল করিম (২৭), ঢাকার আলতাফ হোসাইনের ছেলে নাজমুল হুসাইন (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুর শুক্কুরের ছেলে গফুর (২৫), বরগুনা সদরের খলিলুল্লাহর ছেলে আল আমিন (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের রফিক উদ্দিনের ছেলে ইউনুচ (২৪), পটুয়াখালীর মির্জাগঞ্জের মোস্তফা গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ (২৫), পটুয়াখালীর মোশারফ হোসাইনের ছেলে আবু মুছা (২৭), কুমিল্লার সুলতানপুরের সুলতান আহমেদের ছেলে মাহিম (২৭), পটুয়াখালীর আবু তৈয়ব সিকদারের ছেলে রাজিব (২৭), যশোরের মোশরাফ হোসাইনের ছেলে বকতিয়ার (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাকির হোসাইনের ছেলে মনজরুল হোসাইন সাকিব (১৯), ঢাকার নজরুল ইসলামের ছেলে জুয়েল (২৭), ঢাকার মির্জাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে (১৯), নোমান (২৭), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুল জাব্বারের ছেলে মেহেদী হোসাইন (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের কবির আহমদের ছেলে নয়ন (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের মোতাহের হোসাইনের ছেলে নাঈম হুসাইন (২২), পটুয়াখালীর মির্জাগঞ্জের আলতাফ হোসাইনের ছেলে ফয়সাল (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে মোশারফ হুসাইন (২৫), পটুয়াখালীর বাচ্চুর ছেলে সাইফুল ইসলাম বাপ্পী (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের শাহা জামালের ছেলে নিজাম (২৬), পটুয়াখালীর শ্রীনগর এলাকার মোছাদ্দেকের ছেলে সাইফুল ইসলাম (২৭), পটুয়াখালীর মির্জাগঞ্জের আশরাফ আলীর ছেলে হাসিব (১৯), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুল মান্ননের ছেলে সজল (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাকির হোসাইনের ছেলে নজরুল হক সাকিব (১৯), পটুয়াখালীর মির্জাগঞ্জের নাহিদের ছেলে রহিম (২৬), শরীয়তপুরের আসাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (২৫) , পটুয়াখালীর মির্জাগঞ্জের শহিদ ইসলামের ছেলে শফিক (২৪), বরিশালের শহিদুল ইসলামের ছেলে মোনাফ হুসেন সাঈদ (২৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের বেলাল হোসাইনের ছেলে মোহাম্মদ (২৬)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অধিক আশঙ্কাজনক পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

জানা যায়, ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু হাসপাতালসংলগ্ন মেরুংলোয় লম্বা ব্রিজ অতিক্রম করার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আরটিভি অনলাইনকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪৫ জনের একটি দল সাব্বির নামে একটি বাসে করে (ঢাকা মেট্রো – ব ১১-৫৮২৫) কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়। আজ ভোরে বাসটি রামু হাসপাতাল সংলগ্ন লম্বা ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। বাসটি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
X
Fresh