• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৯৮ বোতল ফেনসিডিল

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জানুয়ারি ২০২০, ১৩:৪১
হিলিতে মাদক ব্যবসায়ীর অভিনব কায়দায় ফেনসিডিল পাচার
ফেনসিডিল পাচারের সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেন বিজিবি

দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে করে ফেনসিডিল পাচারের সময় ৯৮ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তিনি বিরামপুরের খুলুপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

আজ শনিবার সকালে হিলি সীমান্তের মংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার সালাহউদ্দিন জানান, মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে, এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল আজ শনিবার সকালে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় হিলি অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলকে বিজিবি থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এরপরে তার মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে, হাকিমপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি হিলির নওপাড়া গ্রামের মহসীন আলির ছেলে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
মাদক কারবারে সংশ্লিষ্ট বদির দুই ভাই, জানালো সিআইডি 
X
Fresh