• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাখ টাকায় বিক্রি হলো ১৩৭ কেজি ওজনের মাছ!

ইউ.এন.বি

  ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৭
লাখ টাকায় বিক্রি হলো ১৩৭ কেজি ওজনের মাছ!
১৩৭ কেজি ওজনের একটি কৈবল মাছ। ছবি: সংগৃহীত

খুলনার রূপসা পাইকারি মৎস্য বাজারে ১৩৭ কেজি ওজনের একটি মাছ ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিশাল আকারের সামুদ্রিক এই মাছ স্থানীয়ভাবে কৈবল মাছ নামে পরিচিত।

জানা গেছে, বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার এ মাছটির প্রথম দাম ডাকেন ৬০ হাজার টাকা। এক পর্যায়ে দাম বাড়তে বাড়তে গিয়ে লাখ টাকা ছাড়িয়ে যায়।

মাছটি বৃহস্পতিবার সকালে রূপসা পাইকারি মৎস্য বাজারের আনা হয়। এ সময়ে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

এব্যাপারে তালা উপজেলার গোবিন্দ সরকার বলেন, গত সপ্তাহে এ মাছটি আমার দাদোন দেয়া জেলেদের বেন্টি জালে ধরা পড়ে।

তবে তিনি জানান, এর আগে এতো বড় কৈবল মাছ কখনও তিনি দেখেননি।

মাছটির সর্বোচ্চ দরদাতা মো. রমজান আলী হাওলাদার বলেন, ‘মাছটি আমরা ৫০ জন মিলে কিনে বাজারে কেটে ভাগ করে নিয়েছি।’

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh