• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে শপিং সেন্টারে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০২০, ১৭:০৯
ময়মনসিংহে শপিং সেন্টারে আগুন
ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় আজাদ শপিং সেন্টারের ছয়তলা বাণিজ্যিক ভবনের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কসমেটিকসের দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটানাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর আজাদ শপিং সেন্টারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, আজ দুপুরে ওই মার্কেটের নীচ তলায় অবস্থিত অর্পণা প্রসাধনী নামের একটি কসমেটিকসের দোকানে প্রথম আগুন লাগে। পরে সেটি পাশ্ববর্তী বনানী কসমেটিকসের দোকানে ছড়িয়ে পড়ে। মার্কেট বন্ধ থাকায় পথচারিরা আগুনের ধোঁয়ার কুন্ডলী দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কত টাকার ক্ষতি হয়েছে, সেটি তদন্তের পর জানা যাবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh