• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে স্ত্রী-সন্তান হত্যার ঘটনায় গ্রেপ্তার স্বামী

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০২০, ১৫:৩১
স্বামী শ্বাসরোধ গ্রেপ্তার
প্রতীকী ছবি

ময়মনসিংহে শ্বাসরোধ করে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার ঘটনায় স্বামী শফিকুল ইসলাম শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গেল বুধবার দুপুরে শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তারকে (৩৮) বসতঘরে শ্বাসরোধ করে। এরপর ছোট মেয়ে নাফিয়া আক্তারকে স্কুল থেকে এনে বসতঘরে তাকেও শ্বাসরোধ হত্যা করে।

এরপর মায়ের অসুখের কথা বলে বড় মেয়ে লাবণ্যকে শ্বশুরবাড়ি থেকে নিজবাড়িতে ডেকে আনে। বড় মেয়ে লাবণ্য সন্ধ্যায় বাড়ি এসে মায়ের কথা জানতে চাইলে শফিকুল তাকে জানায় যে, তার মা নানিরবাড়ী গেছে। এ সময় লাবণ্য ঘরে ঢুকে বোরকা খোলার সময় তাকেও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শফিকুল পালিয়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে শফিকুল ইসলাম শাহিনের অবস্থান শনাক্তের পর কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শফিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
X
Fresh