• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে ২ হাজার কেজি জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০২০, ১৪:৫৩
বরিশালে ২ হাজার কেজি জাটকা জব্দ
বরিশাল

বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি জাটকা ও একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার ভোরে বরিশালের কালাবদর কোস্টগার্ডের সদস্যরা নদীতে এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

তিনি বলেন, বরিশালের কালাবদর নদীতে অবৈধভাবে জাটকা ইলিশ ধরছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি বুঝতে পেরে মাছ আহরণকারীরা একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা সেই ট্রলারে তল্লাশি চালিয়ে দুই হাজার কেজি জাটকা ইলিশ ও ট্রলার জব্দ করে।

তিনি আরও জানান, পরে দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদী তীরবর্তী কোস্টগার্ডের জেটি থেকে জব্দকৃত জাটকা ইলিশ গরীব-দুস্থ, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান
X
Fresh